টিভি নাটকে এই সময়ের ক্রেজ জিয়াউল হক পলাশ। নির্মাতা কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে এসে সকলের নজড় কাড়েন এই অভিনেতা। অল্পদিনেই হয়ে উঠেন দর্শকপ্রিয়!
নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রের পলাশ দর্শকদের কাছে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করেন।এরপর আর পিছনে তাকাতে হয়নি। পাশাপাশি অমির বিভিন্ন সিঙ্গেল নাটকের মধ্যমনি হয়ে পলাশ পৌঁছে যান জনপ্রিয়তার চূড়ায়!
শুক্রবার (৩ফেব্রুয়ারি) জিয়াউল হক পলাশের জন্মদিন। প্রথম প্রহরেই পলাশকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অমি।
পলাশের সাফল্যে কেউ কেউ ঈর্ষান্বিত হয়; যা টের পান অমি। পোস্টে তিনি লেখেন, আপনারা যতই পলাশকে নিয়ে গুটিবাজী করেন, হিংসা করেন, বদনাম করেন কোনো লাভ নাই; ওকে আটকে রাখতে পারবেন না। কারণ পলাশ ভীষণ পরিশ্রমী, সৎ, নির্লোভ, ভদ্র। পলাশের মধ্যে আছে ভয়ানক কৃতজ্ঞতাবোধ।

অমি আরও লেখেন, পলাশকে এখন কোনো এওয়ার্ড দেওয়া দরকার নাই। কারণ একটা সময় আসবে যখন ওর বাসায় এওয়ার্ড রাখার জায়গা থাকবে না। মানুষের ভালবাসার চেয়ে বড় এওয়ার্ড আর কি বা হতে পারে!
“বাংলাদেশের গুণি অভিনেতাদের মধ্যে জিয়াউল হক পলাশ নামটিও লেখা থাকবে। ওকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার বেস্ট শট খেলতে পারিনি, অপেক্ষায় ছিলাম ওর পরিপক্ক হয়ে ওঠার। এখন সময় এসেছে, পলাশকে নিয়ে আমি আমার বেস্ট শটগুলো খেলবো।”-বলছিলেন অমি।
পলাশের জন্য সবার কাছে দোয়া চেয়ে অমি আরও লিখেন, আজ আমার পলাশের/কাবিলার জন্মদিন অনেক অনেক দোয়া তোর জন্য। আপনারা ওর জন্য দোয়া করবেন।