
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ‘প্রগ্রেসিভ লাইফ’ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গ্রাহকদের বীমা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
সম্প্রতি আইডিআরএ’র পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদকে এ পদে নিয়োগ দেয়া হয় বলে কর্তৃপক্ষের এক চিঠির মাধ্যমে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জানানো হয়।
চিঠিতে বলা হয়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা দাবি যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকেরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করে আসছে। বীমা দাবি সমসয়মতো পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
এতে আরও বলা হয়, এ সব বিষয় আইডিআরএ’র নজরে আসায় কোম্পানির পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের বীমা দাবি পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অবশ্যক। এ লক্ষে বীমা পলিসি হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানির সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

মূখ্য নিবার্হী থাকছেন না অজিত চন্দ্র
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নিবার্হী কর্মকর্তা হিসেবে আর থাকছেন না অজিত চন্দ্র আইচ। গত ৩০ জুন চাকুরির মেয়াদ শেষ হওয়ায় নিয়োগ নবায়ন করা হচ্ছেনা বলে আইডিআরএ’কে জানায় প্রগ্রেসিভ লাইফ।
আইডিআরএ’কে পাঠানো এক চিঠিতে প্রগ্রেসিভ লাইফ এর পক্ষ থেকে বলা হয় , কোম্পানির বৃহত্তর স্বার্থে এবং কোম্পানির সংঘবিধি ১২৬ ধারা মতে এবং পরিচালনা পর্ষদ সদস্যদের মতামতের ভিত্তিতে নিয়োগ নবায়ন করা হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। যা বীমা আইন ২০১০ এর ৮০(৩) মোতাবেক অবহিত করা হলো। পরবর্তী পর্ষদ সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তার শূন্য পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়া এবং আইনের বিধান মতে কর্তৃপক্ষের নিকট অনুমোদন বা সিদ্ধান্ত অবহিত করা হবে।
উল্লেখ্য, আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা হচ্ছে গ্রাহকদের টাকা। এতে করে দুর্বল হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থা। বিভিন্ন খাতে বিনিয়োগকৃত অর্থ ভাঙতে হচ্ছে। ফলে কমে যাচ্ছে জীবন তহবিল (লাইফ ফান্ড)। সব মিলে সংকট থেকে বের হতে পারছেনা পুঁজিবাজারে তালিকাভুক্ত এই জীবন বীমা কোম্পানি।
এই বিষয়ে কোম্পানির মূখ্য নিবার্হী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ বলেন, আইডিআরএ’র পর্যবেক্ষক একটি ভালো সিদ্ধান্ত। এর ফলে কোম্পানির সকল বিষয়ে স্বচ্ছতা আসবে। এর আগে, গ্রাহকের দাবি পরিশোধে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেলাম। ১২২ কোটি টাকার ফান্ড করার বিষয়ে পরিচালকদের বলা হয়েছিল। এটা হলে অনেকাংশ দাবি পরিশোধ করা যেত। গ্রাহকদের যা দাবি তার সবকয়কটি ২০১৮ সালের পর থেকে।
চাকরি মেয়াদ নবায়নের বিষয়ে তিনি বলেন, গত ৩০ জুন আমার মেয়াদ শেষ হয়েছে। এর আগে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। গ্রাহকের টাকা না দিতে পারায় আমাকে তা ব্যর্থিত করে এবং আমার পরিবারের কথা মত চাকরি পদত্যাগ করছি। আর আজ কোম্পানির পক্ষ থেকে জানতে পারলাম তারাও আর মেয়াদ নবায়ন করছেনা।
প্রগ্রেসিভ লাইফে পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মূখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, বীমা দাবি পরিশোধ না করতে পারার জন্য প্রগ্রেসিভ লাইফে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। একই সাথে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। যে সব কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধ করতে ব্যর্থ হবে সে সব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবার আগে গ্রাহকে প্রাধান্য দিতে হবে।