চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সন্দ্বীপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল

মানবতার দেওয়াল খুলে নজির গড়লেন সন্দ্বীপেরে মধ্য হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এন এমডি সেলিম।

আমাদের সমাজে শিক্ষিত মানুষের হার বাড়লেও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষের হার খুবই কম। মানবিক ও নৈতিক গুণাবলী ছাড়া সমাজ ও জাতির সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব নয়। নতুন প্রজন্মের মধ্যে এই সকল সেবাধর্মী মনোভাব ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন বিপর্যস্ত সময়ে আশার আলো দেখিয়ে এগিয়ে যাচ্ছেন মধ্য হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এন এমডি সেলিম।

স্কুলের ছাত্র ছাত্রীদের চোখে স্বপ্ন বুনে দিতে, মানবিক গুণাবলি হৃদয়ে রোপন করতে তিনি গড়ে তুলেছেন মানবতার দেওয়াল। যেখানে যে যার সাধ্য মতো জামাকাপড় দিয়ে অসহায় পথ শিশুদের পাশে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যেন এখান থেকে তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পড়তে পারে এবং সমাজের বিত্তবানেরা যেন তাদের অপ্রয়োজনীয় কাপড় চোপড় রেখে যায় সেই উদ্দেশ্যেই মধ্য হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে নির্মান করা হয়েছে মানবতার দেওয়াল।

মধ্য হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে ভিতরে গেটের সামনে দেয়ালের সাথে হ্যাঙ্গারে বিভিন্ন ধরনের পোশাক ঝুলিয়ে রাখা হয়েছে। সেখান থেকে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় পোশাক নিয়ে ব্যবহার করছে। বিদ্যালয়ের কিছু অভিভাবক ও শিক্ষার্থী ওই দেয়ালে পোশাক রেখে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও অভাবগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও পরিধেয় কাপড় সরবরাহের জন্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন এমডি সেলিম এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।