চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গুগল ডুডলে বিজ্ঞানী মারিও মোলিনা

KSRM

বিজ্ঞানী ড. মারিও মোলিনা একজন বিখ্যাত মেক্সিকান রসায়নবিদ। তার ৮০তম জন্মদিন পালন করছে গুগল ডুডল।

ড. মারিও প্রথম গবেষক যিনি আবিষ্কার করেন বিভিন্ন রাসায়নিক পদার্থ পৃথিবীর ওজন স্তরের ঢালকে ক্ষতিগ্রস্ত করছে। ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে মানুষ, গাছপালা এবং বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য অত্যাবশ্যক। তার এই গবেষণার জন্য ১৯৯৫ সালে তিনি নোবেল পুরুস্কারও পান। তাকে পৃথিবীর ওজন স্তর বাঁচানোর খেতাবও দেয়া হয়।

Bkash July

ড. মারিও ১৯৪৩ সালের ১৯ মার্চ মেক্সিকো শহরে জন্মগ্রহণ করেন। গুগল জানায়, তিনি ছোট বেলা থেকে রসায়নের প্রতি এতো আকৃষ্ট ছিলেন যে নিজের বাথরুমকে তিনি একটি অস্থায়ী গবেষণাগারে পরিণত করেছিলেন।

নোবেল সাইটে তার জীবনীতে ড. মোলিনা লিখেছেন, ” হাই স্কুলে ভর্তি হওয়ার আগে আমি বিজ্ঞানের প্রতি মুগ্ধ ছিলাম। যখন আমি প্রথমবার একটি পুরাতন খেলনায় মাইক্রোস্কোপের মাধ্যমে প্যারামেসিয়া এবং অ্যামিবাকে দেখেছিলাম তখনকার আমার অনুভূতি আমার এখনও মনে আছে।”

Reneta June

১৯৭০ সালে ড. মোলিনা গবেষণা শুরু করেন কিভাবে সিন্থেটিক রাসায়নিক পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রভাবিত করে। তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন ক্লোরোফ্লুরোকার্বন ওজন স্তরকে ভেঙে দিচ্ছে এবং অতিবেগুনী বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাচ্ছে।

২০১৩ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ড. মোলিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমও প্রদান করেন।

ড. মোলিনা ৭৭ বছর বয়সে ২০২০ সালের ৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সূত্র: এনডিটিভি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View