চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

KSRM

খেলোয়াড়ি জীবনের শেষ হলেও ক্রিকেট থেকে দূরে নন তারা। কেউবা কোচ, কেউবা বোর্ড পরিচালক, কেউবা নির্বাচক, আবার কেউ কেউ ক্যারিয়ার গড়েছে আম্পায়ারিং বা ধারাভাষ্যে। তবে স্বাধীনতা দিবসে তারা ক্রিকেটার পরিচয়েই আত্মপ্রকাশ করলেন। মিরপুরে খেললেন টি-টেন ম্যাচ। খেলা ছাপিয়ে হোম অব ক্রিকেট হয়ে উঠল সাবেকদের মিলনমেলার মঞ্চ।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলায় ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতায় সাবেকরা নেমেছিলেন বাংলাদেশ সবুজ দল এবং বাংলাদেশ লাল দলে বিভক্ত হয়ে

Bkash July

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আকরাম খানের নেতৃত্বাধীন সবুজ দল। দলটির হয়ে ব্যাট হাতে ব্যাটিং ঝলক দেখান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি। ব্যাট হাতে দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। নান্নুর অপরাজিত ৩১ রান এবং রাজিন সালেহর অপরাজিত ৩৫ রানের সুবাদে ১০ ওভারে ৩ উইকেটে ৮৭ রানের সংগ্রহ গড়ে বাংলদেশ সবুজ দল।

Reneta June

জবাবে তুলনামূলক কম বয়সী ক্রিকেটাদের নিয়ে গড়া বাংলাদেশ লাল দল ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয়। ২২ বলে ১৯ রানের হার না মানা ইনিংস এবং তার আগে বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন লাল দলের তালহা জুবায়ের।

ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সকল খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View