চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ঈদের অগ্রিম ট্রেনের টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত। একই সঙ্গে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে নয় জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

বুধবার (২২ মার্চ) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এর বৈঠক থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ রেলওয়ে এ বছর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

বৈঠক থেকে জানা যায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৭ এপ্রিল থেকে। এদিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ১৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে। এছাড়াও ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানা যায়।

ঈদকে কেন্দ্র করে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।