ভারতের দিল্লীতে মায়ের গর্ভে আঙ্গুর আকারের শিশুর হৃদপিণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন দিল্লির ডাক্তাররা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনটি গর্ভাবস্থার সমস্যা নিয়ে ২৮ বছর বয়সী একজন গর্ভবতী রোগী এআইআইএমএস দিল্লী হাসপাতালে ভর্তি হন। রোগীর আগের ডাক্তাররা সন্তানের হার্টের অবস্থা সম্পর্কে রোগীকে জানানোর পরও সন্তানের পিতামাতারা চলমান গর্ভাবস্থা চালিয়ে যেতে চেয়েছিলেন।
অবশেষে এআইআইএমএস হাসপাতালের কার্ডিওথোরাসিক সায়েন্স সেন্টারে অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ভ্রূণের ওষুধ বিশেষজ্ঞদের একটি দল সফল ভাবে এই প্রক্রিয়াটি সম্পাদন করে।
এআইআইএমএস এর প্রসূতি ও গাইনোকোলজি এবং কার্ডিওলজি ও কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা জানান, “অস্ত্রপচারের পর ভ্রূণশিশু এবং মা দুজনেই ভাল আছেন৷ চিকিৎসকরা বর্তমানে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ করছেন, যাতে করে ভবিষ্যতে যে কোনো ব্যবস্থা সঠিক ভাবে নির্ধারণ করা যায়।”

এই চিকিৎসা পদ্ধতিটিকে হৃৎপিণ্ডে বাধাযুক্ত ভালভের বেলুন প্রসারণ বলা হয়ে থাকে, প্রক্রিয়াটি আল্ট্রাসাউন্ডের নির্দেশনায় করা হয়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক ব্যাখ্যা করে বলেন, “প্রথমে আমরা মায়ের পেটের মধ্য দিয়ে একটি সুই শিশুর হৃৎপিণ্ডে স্থাপন করি। তারপর, একটি ক্যাথেটার ব্যবহার করে রক্তপ্রবাহে বাঁধাপ্রাপ্ত ভালভটি খুলে ফেলি। আমরা আশা করছি এবং আশা করছি শিশুর হৃদপিণ্ড আরও ভালোভাবে গড়ে উঠবে এবং জন্মের সময় তার হৃদরোগ গুরুতর হবে না।”
তিনি বলেন, “এই পদ্ধতিতে ভ্রূণের জীবনের ঝুঁকি হতে পারে তাই অত্যন্ত যত্ন সহকারে এধরনের অস্ত্রপচার করতে হবে।”