চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পয়েন্টে তীব্র যানজট

সাভার প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া তীব্র যানজটে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পুলিশ জানায়, আজ সাভার ও আশুলিয়ায় অনেক পোশাক কারখানা ঈদের ছুটি দিয়েছে। ছুটির পরেই শ্রমিকরা পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মহাসড়কের বিভিন্ন বাসষ্ট্যান্ডে জড়ো হন ভাড়া গাড়িতে উঠার জন্য। কিন্তু গাড়ি না পেয়ে অনেকেই ট্রাক ও গাড়ির ছাদে বাড়িতে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। চারশ’ টাকার ভাড়া এক হাজার থেকে ১২শ’ টাকা পর্যন্ত দিতে হচ্ছে গাড়ি চালকদের।

পুলিশ আরও জানায়, গার্মেন্টস ছুটির পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, গেন্ডা, থানা বাসষ্ট্যান্ড, সাভার বাজার বাসষ্ট্যান্ড, নবীনগর নয়ারহাট ছাড়াও বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কের আশুলিয়া বাজার, ধোউর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় গাড়ি ও মানুষের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।

অন্যদিকে অনেক গার্মেন্টস শ্রমিক এখনও এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেননি। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও টাকা তুলতে পারছেন না তারা। এছাড়াও মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলও চলছে।