
৩৬ বছর পর স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা শেষে রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপের ট্রফি উঠলো আর্জেন্টিনার হাতে! অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার। আরাধ্য ট্রফিটি হাতে নিয়েই আবেগে ভাসলেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি সহ দলের সবাই। সেই সঙ্গে সারা বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরাগীরাও সাক্ষী হলেন সেই আবেগঘন মুহূর্তের।
রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার এমন জয় স্পর্শ করেনি, এমন অতিমানব খুঁজে পাওয়া দুস্কর! তাইতো দল মত নির্বিশেষে মেসি ও আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের ট্রফিটি যেন আনন্দের জল এনে দিয়েছে। পৃথিবী জুড়েই অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি ও তার দল। সেই জোয়ারে পিছিয়ে নেই বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী:
মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা
শাকিব খান, চিত্রনায়ক:
চঞ্চল চৌধুরী, অভিনেতা
তারিণ, অভিনেত্রী
নিপুণ, চিত্রনায়িকা:
জায়েদ খান, চিত্রনায়কা:
জাকিয়া বারী মম, অভিনেত্রী:
শারমিন সুলতানা সুমী, সংগীতশিল্পী:
বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা:
আশফাক নিপুণ, নির্মাতা:
পরীমনি, চিত্রনায়িকা:
শরিফুল রাজ, চিত্রনায়ক:
মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী:
রবিউল ইসলাম জীবন, গীতিকার:
কাজল আরেফিন অমি, নির্মাতা:
ইমতিয়াজ বর্ষণ, অভিনেতা