চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবসে খুনি নুর চৌধুরীকে দেশে প্রেরণের দাবি

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষ্যে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন ও তাৎপর্য এবং খুনি নুর চৌধুরীকে দেশে প্রেরণ শিরোনামে কানাডায় এক আলোচনা সভা আয়োজিত হয়।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রুপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ, কানাডা।

Bkash July

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা আজ ঐক্যবদ্ধ এবং যে কোন জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে প্রাণবন্ত এই আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে তথ্য উপাত্তসহ বঙ্গবন্ধুর প্রত্যবর্তন থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তুলে ধরেন। সেই সাথে যারা প্রবাসে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার ও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আরও ব্যাপক ভুমিকা পালন করে জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান ।

Reneta June

অন্টারিও আওয়ামীলীগের প্রথম সহ সভাপতি সাবেক ভিপি বাকসু জনাব ফয়জুল করিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিন মিয়া, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব টরেন্টোর নাট্যপ্রাঙ্গনের পুরোধা আহমেদ হোসেন। এছাড়াও  কানাডা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা নির্বাহী সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, আইন বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য ঝোটন তরফদার, এবং নির্বাহী সদস্য রতন কুমার দে। অন্টারিও আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, সাংষ্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস্য রায়হান চৌধুরী, আব্দুল হামিদ, উপ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, নির্বাহী সদস্য সুবিদ সোম রিংকু, কাজল তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের খন্দকার এ হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ড. এএমএম তোহা, এস বি হামিদ সহ অনেকেই সভায় অংশগ্রহন করে।

বক্তারা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পক্ষে কানাডা থেকে এক হয়ে কাজ করার জন্য দৃঢ় সংকল্প ব্যাক্ত করেন। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানে অংগ্রহনকারী সকলকে অন্টারিও আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

 

Labaid
BSH
Bellow Post-Green View