কক্সবাজারে উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুনুর রশীদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুনুর রশীদ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়া সবুজবাগ এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে। তবে আহত যুবকের নাম ও পরিচয় জানাতে না পারলেও নিহতের বন্ধু বলে জানা যায়।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, বিকেলে মামুনুর রশীদ এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সড়কের উপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে আনা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন শহরে ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান এ পুলিশ সদস্য।