চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কোপা ডেল রে’র সেমিতে ‘এল ক্ল্যাসিকো’

কোপা ডেল রে’র সেমিফাইনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এল ক্লাসিকো। আগামী ১ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। প্রথম পর্বের সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে বার্নাব্যুতে।

মৌসুমে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে লা-লিগার শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথমটি লা-লিগায়, সেই ম্যাচে ৩-১ এ হেরে যায় বার্সেলোনা।

Bkash July

দ্বিতীয়টি স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, ঐ খেলায় একই ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারায় বার্সেলানা। জাভির রাজত্বে প্রথম ট্রফির দেখা পায় বার্সেলোনা।

শেষ চারের পথে বার্সেলোনা ১-০তে হারায় রিয়াল সোসিয়েদাদকে। অন্যদিকে ডার্বি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো ৩-১ ব্যবধানে হারে। দ্বিতীয় পর্বের সেমিফাইনালটি হবে এপ্রিলের প্রথম দিকে, ন্যু ক্যাম্পে।

ISCREEN
BSH
Bellow Post-Green View