চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি পুনর্গঠিত

চিত্রনায়ক এম এ আলমগীরকে সভাপতি ও অভিনেত্রী ফাল্গুনী হামিদকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাক্রমে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি এই কমিটি ঘোষণা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Bkash July

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর, কার্যকরী সভাপতি সংগীতশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক
অভিনেত্রী ফাল্গুনী হামিদ, কার্যকরী সাধারণ সম্পাদক পদে অরুণ সরকার রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

পুনর্গঠিত কমিটির বিষয়ে অসীম কুমার এমপি বলেন, আমরা চেষ্টা করেছি সকল সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃঙ্খল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা, বঙ্গবন্ধু কন্যা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

Labaid
BSH
Bellow Post-Green View