চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রান্সের অস্কারে দাপট দেখালো ‘দ্য নাইট অব দ্য টুয়েলভথ’

৪৮ তম সিজার অ্যাওয়ার্ডের আসর বসেছিল শুক্রবার সন্ধ্যায়। এবারের আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে ডমিনিক মোল পরিচালিত ‘দ্য নাইট অব দ্য টুয়েলভথ’।

ফ্রান্সে অস্কারের সমতুল্য সিজার অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার পাওয়া ‘দ্য নাইট অব দ্য টুয়েলভথ’ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জিতে নিয়েছে ছয়টি পুরস্কার। সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা সংগৃহীত চিত্রনাট্য, সেরা নবাগত, সেরা সহ অভিনেতা এবং শব্দ বিভাগেও সেরার পুরস্কার পেয়েছে ছবিটি।

‘দ্য নাইট অব দ্য টুয়েলভথ’ ছবিটি বুইলন নামের একজন গোয়েন্দা পুলিশকে ঘিরে যিনি ফরাসি আল্পসের পাদদেশে গ্রেনোবল শহরের কাছাকাছি একটি ছোট শহরে একজন নারী হত্যার জটিল মামলায় আগ্রহী হন।

এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল নির্মাতা লুই গারেলের ছবি ‘দ্য ইনোসেন্ট’। কমেডি ঘরানার এই ছবিটি ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জিতে নিয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সহ অভিনেত্রীর পুরস্কার।

এবারের আসরে সের অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভারজিনি এফিরা। ‘প্যারিস মেমোরিজ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বেনোয়া মাগিমেল। ‘প্যাসিফকশন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

সূত্র: ডেডলাইন