চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাময়িক স্থগিত তারকাদের ক্রিকেট লিগ

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছে সিসিএল আয়োজক কমিটি

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) ‘সাময়িক স্থগিত’ ঘোষণা করেছে আয়োজক কমিটি। শুক্রবার রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

আদৌ খেলা হবে কিনা, হলে সেটা কবে- এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সেই সঙ্গে জানানো হয়, মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে হাতাহাতির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Bkash

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি ছাড়াও এসময় উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজ।

এসময় দীপংকর দীপন সংবাদকর্মীদের উদ্দেশে বলেন,মারামারির যে ঘটনাটি ঘটেছে এটা সাংস্কৃতিক সমাজের প্রতিফলন নয়। আমাদের টিমের কেউ মারামারিতে জড়ায়নি। যে চার পাঁচজন শনাক্ত করা হয়েছে, তারা আমাদের উপর এসে হামলা করেছে। আমরা সবাইকে অনুরোধ করবো, ‘সেলিব্রেটি লিগে মারামারি’ এই বাক্যটি লিখবেন না। লেখার আগে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে নিবেন। কেউ মারামারি করেনি। কিছু মানুষ মারতে এসেছিলো, বাকি সবাই ঠেকিয়েছে। এমনকি রাজের টিমের সদস্যরাও ঠেকিয়েছে।

Reneta June

এসময় তিনি আরও জানান, দুই দলের হয়ে মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে।

শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লজ্জিত জানিয়ে এসময় মোস্তফা কামাল রাজ বলেন, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এই ঘটনার সাথে যারা জড়িত, বিশেষ করে আমার টিম থেকে- তাদের পক্ষ থেকেও আমি লজ্জিত। এ বিশৃঙ্খলায় যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক একটা ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এতে আমাদের কোনো দ্বিমত নেই।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View