চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছয় বছর পর গান নিয়ে ফিরলেন ব্রিটনি, সঙ্গে এলটন জন

শুক্রবার (২৬ আগস্ট) প্রকাশ পেয়েছে ব্রিটনি স্পিয়ার্স ও এলটন জনের ডুয়েট গান ‘হোল্ড মি ক্লোজার’। এই গানের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর ফিরলেন ব্রিটনি।

এলটন জনের ১৯৭২ সালের ‘টাইনি ড্যান্সার’ ও ১৯৯২ সালে ‘দ্য ওয়ান’ গানের কোরাসে তৈরি করা হয়েছে এই গান। ২০১৬ সালের অ্যালবাম ‘গ্লোরি’র পর এটাই ব্রিটনির প্রথম গান।

ব্রিটনির সঙ্গে কাজ করা প্রসঙ্গে ‘দ্য গার্ডিয়ান’-এ এলটন বলেন, ‘তার সঙ্গে কাজটি করে আনন্দিত। কারণ, এটি যদি হিট হয়, আমার ধারণা হবে, তাহলে এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তিনি বুঝতে পারবেন যে মানুষ তাঁকে ভালোবাসে এবং তার ভালো চায়।’

বাবার টানা ১৩ বছরের আইনি অভিভাবকত্ব থেকে গত বছর নভেম্বরে মুক্তি মেলে ব্রিটনির। ব্রিটনি সেই সময়ে জানিয়েছিলেন, বাবার নিয়ন্ত্রণের কারণে গান থেকে দূরে সরে গেছেন তিনি, ভেঙে গেছে সব স্বপ্ন।

ব্রিটনির নতুন গান পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। কমেন্ট বক্স ভাসছে প্রশংসার বন্যায়। তবে কেউ কেউ এই রিমিক্সের সমালোচনায় করেছেন। তাদের মতে, পুরনো গান দুটি রিমিক্স না করলেই ভালো হতো।

সূত্র: সিএনএন