চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চড়া দামে ভুতুড়ে বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট

KSRM

৪০ মিলিয়ন ডলারে নিজের ভুতুড়ে বাড়ি বিক্রি করে দিয়েছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। কেনা দামের তুলনায় চব্বিশগুণ বেশি দামে বাড়িটি বিক্রি করেছেন তারকা।

ভুতুড়ে এই বাড়িটি অভিনেত্রী ক্যাসান্দ্রা পিটারসনের কাছ থেকে কিনেছিলেন ব্র্যাড পিট। এই বাড়িতে বিভিন্ন ব্যাখ্যাহীন ঘটনা ঘটে বলে জানা গেছে। সেই ঘটনার সাক্ষী অভিনেত্রী ক্যাসান্দ্রা পিটারসন নিজেও ছিলেন। বাড়িটি ব্র্যাড পিটের কাছে ১৯৯৪ সালে মাত্র ১.৭ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন ক্যাসান্দ্রা।

Bkash July

১৯১০ সালে বাড়িটি তৈরি করা হয়েছিল। ক্যাসান্দ্রা পিটারসনে এবং তার প্রাক্তন স্বামী লস অ্যাঞ্জেলসের এই বাড়িটিতে অসংখ্য ভৌতিক দৃশ্য দেখেছেন। সারাক্ষণ সিঁড়ি দিয়ে উঠা-নামার শব্দ, নারীদের হিল জুতার শব্দ, ছাদে লোকজনের শব্দ সহ অনেক ঘটনার মুখোমুখি হয়েছিলেন তারা। শুধু তাই নয়, পুলে নারীকে ডুবে যেতে দেখেছেন, ফায়ারপ্লেসের আগুনে একজন মানুষকে বসে থাকতে দেখেছেন। কিন্তু আসলে সেগুলোর কোনো অস্তিত্ব ছিল না।

ব্র্যাড পিট এই বাড়ি কেনার আগে অভিনেতাকে সব বলেছিলেন তারা। কিন্তু অভিনেতা তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাননি। ‘নাইনিফোর’ সিনেমায় অভিনয় করে খ্যাতি ও অর্থ উপার্জনের পর এই বাড়িটি কিনেছিলেন ব্র্যাড পিট। বাড়ির নকশা পছন্দ হওয়ায় এই বাড়িটি কিনেছিলেন অভিনেতা।

Reneta June

সূত্র: কইমই 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View