চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুশফিকের ‘১০০’

KSRM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করলেন মুশফিকুর রহিম। সিলেট স্ট্রাইকার্সের হয়ে চলতি আসর খেলছেন মি. ডিপেন্ডেবল। মিরপুরে দলটির টানা চার ম্যাচ থাকায় দ্রুতই ১০০ ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেললেন এ ক্রিকেটার।

আগের আটটি আসরে ৯৬ ম্যাচ খেলেন মুশফিক। এবার চার ম্যাচ খেলে সেঞ্চুরি হলেও তার বড় অতৃপ্তির জায়গা এখনো শিরোপা না পাওয়া।

সিলেট এবার যেমন খেলছে তাতে চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারেন মুশফিক। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচেও ঢাকা ডমিনেটরসের বিপক্ষে দুর্দান্ত খেলছে তার দল।

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেটে থাকায় শিরোপা স্বপ্ন দেখতে পারেন মুশফিক। অভিজ্ঞ এ ব্যাটার এবারের আসরে ফিনিশারের ভূমিকা দারুণভাবে পালন করছেন। তিন ম্যাচেই ছিলেন অপরাজিত। ৬*, ২৩* ও ২৮* রান তার নামের পাশে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View