বাংলা ভাষাভাষী দশর্কদের জন্য সবচেয়ে সমৃদ্ধ কন্টেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম হিসেবে যাত্রা করেছে আইস্ক্রিন। সবচেয়ে বেশি কন্টেন্ট নিয়ে যাত্রা করে শুরুতেই চমকে দিয়েছে প্লাটফর্মটি।
১ ফেব্রুয়ারি থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে যাত্রা শুরু হলেও ১৬ মার্চ সন্ধ্যায় ঢাকার শেরাটন হোটেলে তারকা খচিত আয়োজনের মধ্যে দিয়ে চ্যানেল আইয়ের এই ওটিটি প্লাটফর্মের গ্র্যান্ড ওপেনিং হয়। সেদিন থেকে হুমড়ি দেখে ওয়েব দর্শকরা উপভোগ করছেন ‘আইস্ক্রিন’ এর কন্টেন্ট।
ঘোষণার পর থেকে দেশ বিদেশের দর্শকদের সাড়ায় আইস্ক্রিন কর্তৃপক্ষ আবেগ আপ্লুত। প্রতিষ্ঠানটি জানায়, ১৬ মার্চ সন্ধ্যায় ‘হাওয়া’, ‘দামাল’ ও ‘বিউটি সার্কাস’ একত্রে আই-স্ক্রিনে মুক্তি পেয়েছে। কিন্তু সাময়িক ভাবে আইস্ক্রিন সার্ভারে কিছু কারিগরি ত্রুটি নজরে এসেছে কর্তৃপক্ষের।
আইস্ক্রিন’র প্রকল্প পরিচালক চিত্রনায়ক রিয়াজ আহমেদ বলেন, এই ত্রুটি নিরসনে আইস্ক্রিনের সুদক্ষ টিম কাজ করছে। আশা করছি ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধান হবে। যারা ইতোমধ্যে সাবস্ক্রিপশন করেছেন তার দায়ভার আইস্ক্রিনের। সাময়িক এই অসুবিধার জন্য আইস্ক্রিন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’র সঙ্গে যুক্ত হবার জন্য সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।
বর্তমানে আইস্ক্রিন-এ দেখা যাচ্ছে গেল বছরের আলোচিত তারকাবহুল তিনটি ছবি। সেগুলো হলো বিউটি সার্কাস, দামাল ও হাওয়া। এ ছাড়া পাওয়া যাচ্ছে নতুন তারকাবহুল কিছু ওয়েব কনটেন্ট।
শিগগির আইস্ক্রিন-এ মুক্তি পাচ্ছে আফরান নিশো, মেহজাবিন, সাবিলাসহ শীর্ষ তারকাদের নতুন সব কাজ। চমক হিসেবে আইস্ক্রিন-এ আরও যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।