চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলালিংকে সরাসরি বিশ্বকাপ দেখুন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দেখার জন্য দেশের ক্রিকেটপ্রেমীদের ‘আসল লাইভ এক্সপেরিয়েন্স’ দিচ্ছে বাংলালিংক। পুরো বিশ্বকাপজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন লাইভ স্ট্রিমিং নিশ্চিত করবে বাংলালিংক।

বাংলালিংক গ্রাহকরা বিশ্বকাপ খেলা দেখার জন্য ৫ জিবি পর্যন্ত বিনামূল্যের ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ১ দিনের জন্য মাত্র ২০ টাকা থেকে শুরু হয়েছে প্যাকগুলো, এর সাথে রয়েছে এক জিবি বিনামূল্যের ইন্টারনেট। ক্রিকেটপ্রেমীরা এখন টফি ও মাইবিএল সুপার অ্যাপ- এই দুই প্লাটফর্ম থেকে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, আমরা আমাদের ওকলা স্বীকৃত দ্রুততম ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে স্টেডিয়ামের খেলাকে এমনভাবে দর্শকের পর্দায় নিয়ে আসতে প্রস্তুত, যাতে তারা রিয়েল-টাইমে প্রতিটি উইকেট, বাউন্ডারি ও ছয় উপভোগ করতে পারেন।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “আমরা আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সারা দেশের কোটি কোটি দর্শকের কাছে নিয়ে আসতে পেরে ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিং সেবার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের নিজেদের মতো করে খেলা দেখার সুযোগ করে দিতে পেরে আনন্দিত। বিশ্বকাপ ক্রিকেট-এর উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে মাইবিএল সুপার অ্যাপেও গ্রাহকেরা পাবেন একই মানের স্ট্রিমিং সেবা।

ইন্টারনেট প্যাকের পাশাপাশি বাংলালিংক-এ থাকছে বিভিন্ন সুবিধা। বিশেষ গ্রাহক-বান্ধব ইন্টারফেস সম্পন্ন টফি ও মাইবিএল সুপার অ্যাপ-এর মাধ্যমে সারা দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে সহজে উপভোগ করতে পারবেন লাইভ ক্রিকেট অ্যাকশন, হাইলাইটস ও খেলার বিশ্লেষণ। বিশ্বব্যাপী ক্রীড়া অনুরাগীদের মাতাতে প্রস্তুত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট আসর। বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীও যাতে এই ক্রিকেট উন্মাদনার অংশ হতে পারেন তা নিশ্চিত করতে তাদের পাশে রয়েছে বাংলালিংক।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View