বলিউডের তারকা শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তার আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ ভারতীয় শোবিজ অঙ্গন। তার অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না কেউই। শুধু ভারতীয় তারকা ই নয়, কেকের মৃত্যু ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের শোবিজ অঙ্গনও।
তার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন দেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। তার সাথে ছিলো ব্যক্তিগত যোগাযোগ। কেকে’র মৃত্যুর খবর চাউর হওয়ার পর পরই উপমহাদেশের গুণী শিল্পী রুনা লায়লা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করেন।
শুধু রুনা লায়লা নন, কেকের মৃত্যু ছুঁয়ে গেছে বাংলাদেশের সংগীত ও অভিনয় জগতের তারকাদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকে’র জন্য সহানুভূতি জানিয়েছেন তারা:
রুনা লায়লা:
শাফিন আহমেদ:
টিপু:
প্রিন্স মাহমুদ:
শাকিব খান:
আসিফ:
অর্ণব:
পান্থ কানাই:
মাসুদ হাসান উজ্জ্বল:
এস এ হক অলিক:
নাজিয়া হক অর্ষা:
নুসরাত ফারিয়া:
লোপা হোসেন: