চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্টার্লিংয়ের নেতৃত্বে টি-টুয়েন্টিতে নামছে আয়ারল্যান্ড

২০১৬ বিশ্বকাপের পর টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ শুরুর আগে অধিনায়ক বদলে গেছে সফরকারীদের। এন্ড্রু বালবার্নির পরিবর্তে আইরিশদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে পল স্টার্লিংকে।

রোববার চট্টগ্রামের টিম হোটেলে সিরিজের ট্রফি উন্মোচনে অংশ নেন স্টার্লিং। ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই সিরিজে স্টার্লিংয়ের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন কিপার-ব্যাটসম্যান লরকান টাকার।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টি শুরু সোমবার দুপুর ২টায়। পরের দুটি ম্যাচও একই ভেন্যুতে।

টি-টুয়েন্টি সংস্করণে দল দুটির প্রথম দেখা হয় ২০০৯ বিশ্বকাপে। ইংল্যান্ডের নটিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৬ উইকেটে।

এরপর ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে যায় বাংলাদেশ। প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ (৩-০) করে টিম টাইগার্স।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View