বিজ্ঞাপন
শুক্রবার (২৪ ডিসেম্বর) ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হয়েছে জনপ্রিয় তামিল অভিনেতা ধানুশ, সারা আলী খান এবং অক্ষয় কুমার অভিনীত ছবি ‘আতরাঙ্গি রে’। আর মুক্তির পর থেকে দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে এই ছবিটি।
শুধু তাই নয়, মুক্তির প্রথম দিনে ডিজনি প্লাস হটস্টারে সর্বাধিক দেখা সিনেমা হিসেবে রেকর্ড করেছে এই ছবি!
যদিও পুরো ছবিটির কাহিনী প্রেমকে ঘিরে তবে তাতে রয়েছে নতুনত্ব। এছাড়াও ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে ধানুশের অভিনয়। পাশাপাশি সারা-ধানুশের রসায়ন যে এতটা সুন্দর হতে পারে তাও ধারণার বাইরে ছিল বলে মনে করছেন প্রায় সবাই।
ছবিতে খুব বেশি অভিনয় দেখানোর সুযোগ পাননি অক্ষয়। ছবিতে তার চরিত্রটিকে অতিথি চরিত্র বললেও তেমন ভুল হবে না!
প্রেমের কাহিনীকে ঘিরে নির্মিত ‘আতরাঙ্গি রে’ ছবিটির প্রথমার্ধের আপাত ত্রিকোণ প্রেমের সমীকরণ দেখানো হলেও, দ্বিতীয়ার্ধে এর কাহিনী বদলে যায় জটিল মনস্তাত্ত্বিক ধাঁধায়। মোট কথা, ‘আতরাঙ্গি রে’ হল এমন একটি অনন্য এবং জাদুকরী গল্প যা পরিচালক আনন্দ এল রাই সুন্দরভাবে জীবন্ত করে তুলেছেন।
আনন্দ এল রাই পরিচালিত এবং ভূষণ কুমার, কালার ইয়েলো প্রোডাকশন এবং টি-সিরিজ প্রযোজিত ‘আতরাঙ্গি রে’ ছবিটি দর্শক ডিজনি প্লাস হটস্টারে উপভোগ করতে পারছেন হিন্দি ও তামিল ভাষায়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা।
বিজ্ঞাপন