চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

KSRM

চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা আল পাচিনো। জানা গেছে আর এক মাস পরেই ৮৩ বছর বয়সী এই অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ সন্তানের জন্ম দেবেন।

২৯ বছর বয়সী নুরের সঙ্গে গত বছরের এপ্রিল থেকে প্রেমের সম্পর্কে আছেন ‘গডফাদার’ তারকা আল পাচিনো। এটি এই জুটির প্রথম সন্তান। নুর পেশায় সিনেমার প্রযোজক।

Bkash July

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষণ জ্যান ট্যারান্ট। অভিনেতার আরও এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার জন্ম দিয়েছেন।

আল পাচিনো গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক কালজয়ী ছবিতে।

Reneta June

সূত্র: হিন্দুস্তান টাইমস 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View