চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাইডেনকে হত্যার জন্য ট্রাক নিয়ে কিশোরের হোয়াইট হাউজে হামলা!

KSRM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করতে হোয়াইট হাউজে ট্রাক নিয়ে হামলা চালিয়েছে ১৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন কিশোর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২২ মে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের বাসিন্দা সাই বরিষ্ঠ কণ্ডুলা ভাড়া করা একটি ট্রাকে চেপে হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যারিকেডে গিয়ে ধাক্কা দেন। অভিযোগ, বাইডেনকে খুন করতে চেয়েই ইচ্ছে করে এভাবে ট্রাক নিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে বরিষ্ঠ।

Bkash July

১৯ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার গাড়ি থেকে একটি নাৎজি পতাকা উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ব্যারিকেডে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারার পর সে নাৎজি পতাকা উড়িয়ে ‘ক্ষমতা দখলের ঘোষণা’ করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারের ক্ষতি করা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার পরিবারের ক্ষতি করা, খুনের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বরিষ্ঠর বিরুদ্ধে।

বরিষ্ঠর গাড়ি থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাছাড়া নাৎজি পতাকা এবং কালো রঙের ডাক্ট টেপের রোলও পাওয়া যায় তার ব্যাগ থেকে। এই অবস্থায় বরিষ্ঠর বিরুদ্ধে ঘাতক অস্ত্র নিয়ে হামলার অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে।

Reneta June

বরিষ্ঠ মিসৌরির চেস্টারফিল্ড শহরের কাছে সেন্ট লুইস এলাকায় থাকে। ২০২২ সালে হাই স্কুল পাশ করে সে। তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে জানা যায়, ডেটা অ্যানালিসিসে আগ্রহ রয়েছে বরিষ্ঠের। কোডিংয়ের অভিজ্ঞতা এবং সার্টিফিকেটও রয়েছে তার কাছে।

ব্যারিকেডে গাড়ি ধাক্কা দেওয়ার পর গ্রেপ্তার করার মুহূর্তে বরিষ্ঠ বলে, সে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে খুন করতে চায়। তবে এই ক্র্যাশে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View