
মহামূল্যবান রত্ন ৫৫ ক্যারেট রুবি আর বিরল গোলাপী হীরা সম্প্রতি নিউইয়র্কে একটি নিলামে বিক্রি হয়েছে। এই নিলামে ৫৫ ক্যারেটের রুবিটি ৩৫ মিলিয়ন এবং গোলাপী হীরাটি ৩৪.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
এনডিটিভি জানিয়েছে, চলতি মাসের শুরুতে নিউইয়র্কে একটি নিলামে লাল রুবিটি ৩৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৭৮ কোটি টাকা এবং গোলাপী হীরাটি ৩৪.৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পর বিরল এই রত্ন দু’টি নিজ নিজ বৈশিষ্ট্যের সবচেয়ে মূল্যবান রত্নে পরিণত হয়েছে।
৫৫ ক্যারেটের রুবিটি কানাডিয়ান ফার্ম ফুরা জেমস আফ্রিকার মোজাম্বিকের একটি খনি থেকে আবিষ্কৃত হয়। রত্নটিকে বাজারে আসা অত্যন্ত বিরল, গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান রুবি হিসাবে বর্ণনা করা হয়। বিশেষ এই রুবিটির নাম নাম ‘এস্ট্রেলা ডি ফুরা’ পর্তুগিজ ভাষায় যার অর্থ ফুরার তারা।
গোলাপী হীরাটি বতসোয়ানার দামতশা নামক হিরার খনি থেকে আবিষ্কার করা হয়। এর আগে ২০১৯ সালে ব্রিটিশ-প্রতিষ্ঠিত আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান সোথেবির ম্যাগনিফিসেন্ট জুয়েলসে ১৯.৯ মিলিয়ন ডলার বা প্রায় ২১৫ কোটি দামে নিলাম করা হয়েছিল। রত্নটিকে তখন বাজারে আসা সবচেয়ে প্রাণবন্ত গোলাপী হীরা হিসেবে বিল করা হয়।
বিজ্ঞাপন