চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোহিঙ্গা পাচারের সময় ৪ জন আটক, উদ্ধার ১৯

কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে আটক এবং নারী ও শিশুসহ ১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এছাড়া তারা মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী নাকি, কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা তা নিশ্চিত হওয়া যায়নি।

Bkash July

শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১১ টায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। টেকনাফ থানার ওসি আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ার জনৈক আমিন শরীফের বসত ঘরে মানবপাচারকারী চক্রের সদস্যরা কিছু সংখ্যক লোকজন জড়ো করেছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ থেকে ৭ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়। এসময় পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে চার জনকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে মানবপাচাকারী চক্রের জড়ো করা ১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

Reneta June

ওসি বলেন, আটক মানবপাচারকারী চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল হালিম।

Labaid
BSH
Bellow Post-Green View