চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইমরান খানের দলের ‘গেম ওভার’: মরিয়ম নওয়াজ

পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এর সহ-সভাপতি ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে বলেছেন, তার দলের সিনিয়র সদস্যদের দেশত্যাগের পর ‘খেলা শেষ (গেম ওভার)’।

নেতাদের গণপ্রস্থান নিয়ে পিটিআই-কে কটাক্ষ করার সময় মেরিয়ান বলেন, যারা দল ছেড়েছেন তাদের কাছে জাতির অনেক প্রশ্ন ছিল।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৬ মে) পাকিস্তানে পিএমএলএনএর যুব সম্মেলনে ভাষণ দেয়ার সময় মরিয়ম এসব কথা বলেন। ভাষণে তিনি ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সেই ঘটনা সম্পর্কে কথা বলেছেন।

জিও নিউজের মতে, রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার এবং লাহোর কর্পস কমান্ডার হাউস (জিন্নাহ হাউস) সহ বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানে হামলার পর নিরাপত্তা বাহিনী দলের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করলে পিটিআই নেতাদের দেশত্যাগ শুরু হয়। দলের ৭০ জনের বেশি আইনজীবী এবং নেতা ৯ মে সহিংসতা পর পিটিআই থেকে পদত্যাগ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে মরিয়ম নওয়াজ বলেন, নেতা নিজেই শিয়াল হলে জনগণ দাঁড়াবে কিভাবে? আবার আপনারা তাকে মাস্টারমাইন্ড উপাধি দিচ্ছেন।

শুক্রবার ইমরান খান সেনা কর্মকর্তাদের সাথে আলোচনার আবেদন জানিয়েছেন।