
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার ২৩ মার্চ আনুমানিক রাত ৮ টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) ও শাকিল আহমেদ (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছলে। তিনি পেশায় স্থানীয় একজন দন্ত চিকিৎসক। শাকিল একই গ্রামের আল আমীনের ছেলে।
মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিল আহমেদ নামে ২ জন মোটরসাইকেল যোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথে রাত ৮ টার কিছুক্ষণ আগে আড়পাড়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।