রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৭ শিশু শিক্ষার্থীসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ইজহেভস্ক শহরে ওই হামলায় আহত হয়েছে ২১ জন। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করে। তার নাম আর্তেম কাজান্তসেভ।
সে ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা স্কুলের ভেতরে ভীতসন্ত্রস্ত অবস্থায় ছোটাছুটি করছে। হামলা থেকে বাঁচতে অনেকেই ডেস্কের নিচে আশ্রয় নেয়।
হামলায় নিহতদের মধ্যে স্কুলের ২ জন শিক্ষক ও ২ জন নিরাপত্তারক্ষীও আছে। হামলাকারী আর্তেম নাৎসি চিহ্নযুক্ত একটি টি-শার্ট ও মুখোশ পরে ছিলো।
রাশিয়ান আইনপ্রণেতা আলেকসান্দ্র খিনশটাইন বলেছেন, হামলাকারী দুটি নন-লেথাল পিস্তল নিয়ে এসেছিল।

রিপাবলিক অফ উদমুর্তিয়ার গভর্নর আলেকসান্ডার বার্চালভের মতে, নিহতদের মধ্যে একজনকে স্কুলের নিরাপত্তারক্ষী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছে, যে স্কুলে গুলি চালানো হয়েছিল, সেই স্কুলটি খালি করা হয়েছে।
রাশিয়ান প্রজাতন্ত্র উডমুর্তিয়ার রাজধানী ইজেভস্কে ৬৩০০০০ লোক বাস করে।
