চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে নিহত ১

KSRM

রাঙ্গামাটির সাপছিড়ি ইউনিয়নের নালাছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) -এর মধ্যে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের কালেক্টর রুপান্ত চাকমা ওরফে লেজা চাকমা (৪৭) নিহত হয়েছে।

রবিবার (১৩ মে) সকালের দিকে সাপছড়িতে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

Bkash July

রূপান্ত চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামের লক্ষ্মীচন্দ্র চাকমার সন্তান।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল আমিন জানিয়েছেন, সাপছড়িতে গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনায় এখনও কোন লাশ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা দিয়েছে।

Reneta June

অন্যদিকে এ ঘটনার কথা স্বীকার করে হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রতিনিধি নিরন চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে, এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়। রূপান্ত চাকমার খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View