চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিমাগারে পচে গেছে ১ লাখ ৬৬ হাজার বস্তা আলু

রাজশাহীর পবা উপজেলায় একটি হিমাগারে রাখা কৃষকের বিপুল পরিমাণ আলুতে পচন ধরেছে। পবার মদনহাটি এলাকায় অবস্থিত আমান কোল্ড স্টোরেজ লিমিটেডে এ ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখানে ১ লাখ ৬৬ হাজার বস্তা আলু আছে। প্রতিটি বস্তায় আলুর পরিমাণ ৫০ কেজি এবং বর্তমানে বাজারে প্রতি ৫০ কেজি আলুর বস্তার দাম ৬০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ঘর থেকে আলুর বস্তা বের করে স্টোরেজের ভেতরেই বাতাস দেওয়া হচ্ছিল। তখনই কৃষকরা আলু পচে যাবার কথা জানতে পারেন। এরপর হিমাগারের সামনে অবস্থান নিয়ে তাদের রাখা আলুর খোঁজ করতে থাকেন কৃষক।

পরে আগামী ১০ দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয় হিমাগার কর্তৃপক্ষ।