চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সেরেনার কাছে শারাপোভার টানা ১৮তম হার

একবার দুবার নয়, টানা ১৮তম বারের মতো মারিয়া শারাপোভাকে হারালেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে রুশ সুন্দরীকে ৬-৪ ও ৬-১ গেমের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্কিন কৃষ্ণকলি।

২০০৪ সাল থেকে এ পর্যন্ত মোট ২১ বারের মোকাবেলায় শারাপোভার কাছে দুই হেরেছেন উইলিয়ামস বোনদের ছোটজন।

মারিয়া শারাপোভার কাছে সর্বশেষ ১২ বছর আগে হেরেছিলেন সেরেনা। মেলবোর্ন পার্কে পাওয়া এই জয়ে নিজের ২২তম গ্র্যান্ডস্লামের খুব কাছাকাছি রয়েছেন ব্ল্যাক ডায়মন্ড।

ম্যাচের শুরু পর প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন শারাপোভাই। কিন্তু পরে খেলায় দারুণভাবে ফিরে আসেন সেরেনা। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করেন তিনি।

ম্যাচ শেষে সেরেনা বলেন, লড়াইটা অনেক বেশি তীব্র ছিলো। শারাপোভা অনেক মনোযোগী ও তীব্র লড়াকু খেলোয়াড় যিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। এমন কারো বিপক্ষে খেলতে হলে অনেক বেশি তীব্রতার সঙ্গে খেলতে হয়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনার শেষ চারের প্রতিদ্বন্দ্বি অ্যাগিনেস্কা রাদওয়ান্সকা। স্প্যানিশ কার্লো সুয়ারেজ নাভারোকে ৬-৪,৬-১ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি।