চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরিজ নির্ধারণী ম্যাচ চলবে: মুশফিক

চট্টগ্রামে সকালে খানিক বৃষ্টি হয়েছে, তবে এখন থেমেছে। আবার বৃষ্টি শুরু না হলে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ঠিকঠাক শেষ হবে বলে নিজের ফেসবুক পেজে লিখেছেন মুশফিকুর রহিম। অবশ্য এ পোস্ট দিতে না দিতেই টসে জিতে সফরকারিরা ব্যাটিংয়ে নেমেছে।

দলের সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে মুশফিক লিখেছেন ‘ লেটস হোপ ফর দ্য বেস্ট, দ্য গেম ইজ অন!’

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বাদ যায়নি চট্টগ্রামও। কয়েক দফায় বৃষ্টি হয়েছে সেখানে। তাই টাইগারভক্তদের আশঙ্কা শেষ ওয়ানডে ম্যাচটি ঠিকঠাক হবে তো?

দুপুর ৩টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। আবহাওয়া অধিদপ্তর বলছে দুপুরে চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হলেও গত কয়েক ঘণ্টা বৃষ্টি নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ চট্টগ্রামের আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিও হতে পারে। সন্ধ্যা ৭টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা ৪০ ওভারে নামিয়ে আনা হয়েছিলো। টি২০ ম্যাচেও ছিলো বৃষ্টির বাধা।