চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টস জিতে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকা। পাকিস্তান ও ভারতের পর আরো একটি সিরিজ জয়ের হাতছানি নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ১-১ এ সমতায় থাকায় শেষ ম্যাচটি দুই দলের কাছেই ‘অঘোষিত ফাইনাল’।

তবে এমন পরিস্থিতিকে ‘চাপ’ না বলে ‘সুযোগ’ হিসেবে দেখছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ বিকাল ৩টায়।

প্রথম দুই ম্যাচে যারা টস জিতেছে তারা আগে ব্যাট করেছে। আর আগে ব্যাট করেছে যারা তারাই ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচটি ছিলো সাউথ আফ্রিকার, দ্বিতীয়টা বাংলাদেশের। তৃতীয় ওয়ানডের টসটাও তাই দুই ক্যাপ্টেনের কাছেই গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ একাদশে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুরতোজা (ক্যাপ্টেন), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

সাউথ আফ্রিকা একাদশে আছেন হাশিম আমলা (ক্যাপ্টেন), কুইন্টন ডি কক, প্লেসিস, রুশো, মিলার, ডুমিনি, বেহারডিয়েন, মরকেল, রাবাদা, অ্যাবট এবং ইমরান তাহির।