চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিনেমা হলে বিপিএল এর ফাইনাল ম্যাচ!

সিনেমা হলে বিপিএল এর ফাইনাল ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বরিশাল সদরের অভিরুচি সিনেমা হল কর্তৃপক্ষ! শুক্রবার সাড়ে ৫টা থেকে বিপিএল-এ বরিশাল-কুমিল্লার ফাইনাল খেলা!

খবরটি নিশ্চিত করে বরিশাল অভিরুচি প্রেক্ষাগৃহের ম্যানেজার রেজাউল কবির বলেন, যেহেতু বরিশালের খেলা তাই সবার সুবিধার্থে টিকেটের বিনিময়ে খেলা দেখার ব্যবস্থা করেছি। প্রথম শ্রেণি ৭০ টাকা আর দ্বিতীয় শ্রেণি ৫০ টাকা দিয়ে খেলা উপভোগ করা যাচ্ছে।

তিনি বলেন, সিনেমার ব্যবসা খুবই খারাপ। যা চলে দর্শক টানতে পারে না। যে সিনেমাই চালানো হয় না কেন তা দুই দিন পর নেমে যায়। ভালো মানের ছবি হলে কিছু দর্শক পাওয়া যায়। বর্তমানে প্রতি শোতে ১০ জনের বেশি দর্শক হয় না।

তিনি জানান, টিকেটের বিনিময়ে ক্রিকেট খেলা দেখানোর উদ্যোগ নিলেও সিনেমা হলে খেলা দেখানোর বড় কারণ, বরিশাল ফাইনাল খেলছে!

রেজাউল কবির বলেন, খেলা দেখাচ্ছি বলে যে দর্শক সমাগম খুব বেশী, তা কিন্তু না। মানুষ এখন নিজস্ব ডিভাইসেই খেলা দেখে, যারা শখ করে বড়পর্দায় একসঙ্গে খেলাটা উপভোগ করতে চান, শুধু তারাই হলে এসেছেন!