চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সারাদেশে প্রস্তুত ৬৬ রিটার্নিং অফিসারের কার্যালয়

তফসিল ঘোষণার পর সারাদেশে রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় মনোননয়নপত্র বিক্রির জন্য প্রস্তুত।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সিটিতে বিভাগীয় কমিশনারই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবার অনলাইনেও পাওয়া যাবে মনোনয়নপত্র, ঢাকা ও চট্টগ্রামসহ বিভাগীয় কমিশনার হবেন রির্টানিং অফিসার। সারাদেশে বিভাগীয় কমিশনারের কার্যালয় ছাড়াও ৩১ জন সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র পাওয়া যাবে।

রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম জানান, ঢাকায় প্রতিটি আসনের জন্য দুজন সহকারী রিটার্নিং অফিসার কাজ করছেন। প্রধান কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফরম নেয়া যাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই চলবে ২২ নভেম্বর পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর। এবছর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

ভিডিও রিপোর্ট: