চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাব্বির-মিরাজের রাজশাহীর মুখোমুখি মুশফিক-নাফিসের বরিশাল

বিপিএলে আজ বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি।

টানা ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে বরিশাল বুলস। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অন্যদিকে ১০ ম্যাচ থেকে রাজশাহী কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা।

চলতি টুর্নামেন্টের প্রথম দেখায় বরিশালের বিপক্ষেই ১২২ এক রাজসিক ইনিংস খেলেছিলেন রাজশাহীর আইকন ক্রিকেটার সাব্বির রহমান। তবে শতরান করেও চার রানে হারতে হয়েছিল তার দলটিকে।

ম্যাচটি রাজশাহীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। দলটি এখনও সেরা চারে খেলার সম্ভাবনায় আছে। যদি বরিশালকে হারাতে পারে তাহলে সেরা চারে ওঠার ক্ষেত্রে আরেকধাপ এগিয়ে যেতে পারবে।

বরিশাল ম্যাচটিতে হারলেই বিদায় নেবে। আর যদি বরিশাল জিতে তাহলে তাদেরও সেরা চারে খেলার সুযোগ থাকবে। বরিশালের আশা টিকে আছে কারণ গতকাল বুধবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে রাজশাহীর আট উইকেটের হারের ফলে।

দু’দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তবে মজার কথা তাদের বড় ব্যবধানেই হারিয়েছে চলতি মৌসুমে প্রথম থেকেই ধুঁকতে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ম্যাচে রাজশাহীকে হারিয়ে এবার প্রথমবার ষষ্ঠস্থানে উঠে এলো মাশরাফির দল।

লিগ টেবিলে শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।