চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্বশুর হারালেন সাকিব

শ্বশুর শারীরিকভাবে সঙ্কটাপন্ন অবস্থায় থাকায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানকার মাটিতে পা ফেলার আগেই পেলেন দুঃসংবাদ, মারা গেছেন তার সহধর্মিণী উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ।

সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই মারা যান মমতাজ আহমেদ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবাসী এ বাংলাদেশি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রোববার রাতে মমতাজ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার টিম হোটেল ছাড়েন সাকিব, মঙ্গলবার ওঠেন যুক্তরাষ্ট্রের বিমানে।

একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া টি-টুয়েন্টি আসরটি দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব। টুর্নামেন্টে নিজেকে কক্ষপথে ফেরাতে পারেননি। ৯ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ১১০ রান। বল হাতেও সাকিব ছিলেন নিষ্প্রভ। মাত্র ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেন সোমবার কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। যে ম্যাচ জিতে ১৮ ডিসেম্বরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। সেই ফাইনালের আগেই দল ছাড়তে হয় পরিবারের ডাকে।