চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষ মিনিটের হারে মূল পর্ব নিয়ে শঙ্কায় বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে শেষ মিনিটের আত্মঘাতী গোলে হেরে গেছে বাংলাদেশ। এই উজবেকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ বার বল জড়ায়।

প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পায় মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মৌলভীবাজারের মাহবুবুর রহমান সুফিলের জাদুতে ১-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট আসে।

এই হারের পর মূল পর্বে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল।

পরের ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এমনকি তাজিকিস্তান যদি উজবেকিস্তানের বিপক্ষে ‘ড্র’ কিংবা ন্যুনতম ব্যবধানে হারে তাহলেও বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে না!

তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উজবেকিস্তান। ৪ পয়েন্ট বাংলাদেশের।
আগামী বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাইপর্বের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ এবং আয়োজক দেশসহ ১৬ দল নিয়ে হবে মূল পর্ব।