চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষদিনের নাটকীয়তায় চ্যাম্পিয়ন ম্যানসিটি

নাটকীয়তার শুরু মৌসুমের সূচনালগ্নে। দৈর্ঘ্যে-প্রস্থে সেটার রোমাঞ্চ বাড়িয়ে শেষ দৃশ্যের যবনিকা টানল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে গত পাঁচ মৌসুমে চার শিরোপা নিজেদের করে নিল সিটিজেনরা।

প্রিমিয়ার লিগের লিগ পর্বের শেষ ম্যাচে জয় তুলেছে সিটির নিকট প্রতিদ্বন্দ্বী লিভারপুলও। তবে সেরা অবস্থানে থাকার ইঁদুর দৌড়ে সিটির জয়ে দুই নম্বরে থেকেই মৌসুম শেষ করতে হলো ইয়ুর্গেন ক্লপের দলকে। সেরা অবস্থানে ওঠার লড়াইয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে অল রেডরা।

উত্তেজনায় ঠাসা দিনের খেলায় সেরা দলই দুটি প্রথমে পিছিয়ে পরেছিল। গার্দিওলার সিটি শিরোপার দৌড়ে প্রথমার্ধে ছিল অনেক বেশিই পিছিয়ে। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল প্রতিপক্ষ ভিলা। কিন্তু সেখানে পাঁচ মিনিটের নাটকীয় প্রত্যাবর্তনে লিগ চ্যাম্পিয়ন হল ইতিহাদের দলটি।

অ্যাস্টন ভিলার হয়ে শুরুর ৩৭ মিনিটে ডিগনের বাড়ানো বল জালে জড়ান পোলিশ তারকা ম্যাটি ক্যাস। ৬৯ মিনিটে সিটিকে আরেকবার হতাশায় ডুবায় ফিলিপো কুতিনহো। লিগের অন্যদিকে তখনও উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-১ ব্যবধানে পিছিয়ে লিভারপুল।

ম্যাচের পরের পাঁচ মিনিটেই ম্যাচ নিজেদের করে নেন গার্দিওলার দল। ৭৬ মিনিটে গুন্দোগান গোল করার দুই মিনিট পর জালের দেখা পান রদ্রি। এর তিন মিনিট পর জার্মান মিডফিল্ডার গুন্দোগান নিজের জোড়াগোল পাবার পাশাপাশি সিটিকেও এনে দেন লিড। বাকি সময়ে বেশ কিছু আক্রমণ হলেও নাটকের শেষ পর্বে জয়টা গার্দিওলার দলের নামেই লেখা হয়।

লিগ কাপ, এফএ কাপের পর ইংলিশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগের শিরোপার খুব কাছে গিয়েছিল লিভারপুল। নিজেদের শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলে এক পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা খোয়াল অলরেডরা। নিচের দিকের দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ৮৪ মিনিটে লিড এনে দেন মোহাম্মেদ সালাহ। তিনমিনিট পর স্কোরলাইন ৩-১ করেন রবার্টসন। যদিও ততক্ষণে প্রিমিয়ার লিগ শিরোপার ফয়সালা করে ফেলেছেন গার্দিওলার সিটি।