চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আজ ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেসময় বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। কিন্তু ৭৫ পরবর্তী নানা রাজনৈতিক পরিবর্তনের জন্য দীর্ঘ ৬ বছর বিদেশেই নির্বাসিত থাকেন বঙ্গবন্ধুকন্যা। অবশেষে ১৯৮১ সালের এই দিনে পুনরায় স্বদেশে প্রত্যাবর্তন করেন তিনি।

১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ই মে ঢাকায় লাখো মানুষের প্রাণঢালা উষ্ণ অভ্যর্থনায় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন তিনি।

এর পর থেকে শেখ হাসিনা দলীয় কাউন্সিলে বারবার নির্বাচিত দলের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারসহ তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে আওয়ামী লীগ।