চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশুর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে ইনহেলার

শিশুর দুই বছর পূর্ণ হওয়ার আগেই যদি এজমার চিকিৎসায় ইনহেলার ব্যবহার করা হলে তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। বয়স অনুযায়ী যতটুকু লম্বা হওয়া উচিত তা হয় না।

১২ হাজার ফিনশীয় শিশুর উপর পরিচালিত একটি নতুন গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে ইনহেলার ব্যবহারকারী শিশুদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।

ওই গবেষণায় আরো বলা হয়েছে, এজমার প্রতিষেধক হিসেবে ইনহেলারে ইনহেলড কোরটিকোসটিরোয়েড নামক একটি শক্তিশালী উপাদান থাকে। যা বড়দের জন্য সহনীয় হলেও ২ বছরের কম বয়সী শিশুদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

এমন গবেষণার পর গবেষকরা মনে করছেন, শিশুদের এজমার চিকিৎসার আগে আরো সচেতন হওয়া প্রয়োজন।

সম্প্রতি জিপিএসের দেওয়া নতুন একটি দিকনির্দেশনায় বলা হয়েছে, যে শিশুদের ছোট থেকেই এজমার চিকিৎসার জন্য ইনহেলার দেওয়া হচ্ছে; নিয়মিত তাদের ওজন ও উচ্চতা মাপা উচিৎ।

ইস্টার্ন ইউনিভার্সিটি অব ফিনল্যান্ড এর অধ্যাপক ও গবেষণার প্রধান গবেষক ড. আন্টি সারি বলেন, এজমার চিকিৎসার জন্য শিশুদের ইনহেলার দেওয়ার আগে চিকিৎসকদের অন্তত ২ বার চিন্তা করা প্রয়োজন।

লন্ডনে প্রতি ১১টি শিশুর মধ্যে ১ জন জন্ম থেকেই এজমা রোগে ভোগে।

ইউরোপিয়ান সোসাইটির পেডিয়াট্রিক ইনডোক্রিনোলোজি কনফারেন্সে এই গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।