চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শরীয়তপুরে আগাম সবজি আবাদে লাভবান কৃষক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আগাম বর্ষাকালীন সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। গতবারের মতো এবারও লাভবান হওয়ার আশা করছেন তারা।

আগাম বর্ষাকালীন সবজি চাষ করছেন জাজিরা উপজেলার কৃষক। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেে পটল, ঝিঙে, ধুন্দল ও চিচিংগা। বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ধুন্দলের দাম ৩৫ থেকে ৪০ টাকা, চিচিংগা ৩০ থেকে ৩৫ টাকা।

বাজারে আগামজাতের বর্ষাকালীন সবজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ ভাগ বেশি দামে। কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় প্রতি বছরই বর্ষাকালীন সবজি আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক।

এ বছর জাজিরা উপজেলায় আগাম বর্ষাকালীন সবজি চাষ হয়েছে পাঁচশ’ ১৪ হেক্টর জমিতে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: