চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লোকেশের সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে ভারতের দাপট

লোকেশ রাহুলের শতকে ভর করে সেঞ্চুরিয়ন টেস্টে শক্ত অবস্থানে ভারত। লুনগি এনগিডির ৩ উইকেটের দিনে আলো কাড়তে পারেননি আর কোনো সাউথ আফ্রিকান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নেমে ৩ উইকেটে ২৭২ রানে দিন শেষ করেছে সফরকারীরা। রাহুল পেয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রোববার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক বিরাট কোহলি। মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন রাহুল। এনগিডির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন আগারওয়াল। থামেন ৬০ রানে।

পরের বলেই চেতেশ্বর পূজারাকে গোল্ডেন ডাক উপহার দেন এনগিডি। কোহলি এসে চাপ সামাল দেন। এনগিডির বলে ৩৫ করে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক।

অপর প্রান্তে উইকেট আগলে রেখে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন রাহুল। দিনের শেষ সময়টা আজিঙ্কা রাহানেকে নিয়ে ভালোই সামলেছেন। দ্বিতীয় দিনে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন লোকেশ। ফিফটি থেকে ১০ রান দূরে নামবেন সঙ্গী আজিঙ্কা রাহানে।

ভারতীয়দের দাপুটে দিনে এনগিডির গতি ছাড়া আলো কাড়তে পারেননি আর কোনো প্রোটিয়া বোলার। সাউথ আফ্রিকার পেসবান্ধব উইকেটে অনুজ্জ্বল ছিলেন কাগিসো রাবাদা, মুল্ডার ও মার্কো জানসেন।

বিপরীতে কাজের কাজটা করে সাবলীল ব্যাটিং শৈলীতে লোকেশ কেড়েছেন দিনের সবটুকু আলো।