চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ মোবাইল সিমের অবাধ ব্যবহার

কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে অবৈধ মোবাইল সিমের ব্যবহার। এরই মধ্যে কয়েকজনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ সিম বিক্রি ঠেকাতে বিটিআরসিকে অবহিত করেছে পুলিশ।

মিয়ানমারে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের যোগাযোগ সহজ করতে টেলিটকের মাধ্যমে ফ্রি কল সার্ভিসের সুযোগ করে দেয় সরকার। গত এক মাসেরও বেশি সময় রোহিঙ্গা ক্যাম্পে ফ্রি কল সার্ভিস টেলিটক বুথ চালু রয়েছে। কিন্তু বিনামূল্যের এই সেবায় তেমন সাড়া মেলেনি। অভিযোগ উঠেছে, প্রতিটি রোহিঙ্গার হাতে হাতে রয়েছে মোবাইল ফোন ও অবৈধ সিম।

এদিকে অবৈধ সিম বিক্রি ঠেকাতে বিটিআরসিকে অবহিত করেছে পুলিশ। রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অবৈধ মোবাইল ও সিম বিক্রির অভিযোগে নভেম্বর মাসে ৫ জনকে আটক করে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রিপোর্ট বলছে, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত: