চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। 

বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত মিলার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমেরিকান জনগণ, বাংলাদেশ এবং এখানকার মানুষের কাছে এবং আঞ্চলিক এবং বৈশ্বিক সম্প্রদায়েও বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোড়ালো সম্পর্কের গুরুত্ব অনেক বেশি।

গত ১৮ নভেম্বরে ঢাকা এসে পৌঁছান মিলার। এরপর যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের হয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন মিলার।

সেই আয়োজনে সাবেক রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট, ড্যান মজিনা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে যুক্ত হন। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি রিপাবলিক অব বোটসওয়ানাতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সাউথ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন দূতাবাসে কনসুল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি, বোস্টন, এল সালভাদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ভারতেও কর্মরত ছিলেন তিনি।

গত ১১ অক্টোবর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম নিশ্চিত করা হয়।