চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘রাজাকার’ ফোরকানের রায় বৃহস্পতিবার

পটুয়াখালীর ‘রাজাকার’ ফোরকান মল্লিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় দেওয়ার জন্য দিন ধার্য করেন।

তবে এ দিন ট্রাইব্যুনালে ঘটেছে এক বিরল ঘটনা। রায়ের তারিখ ঘোষণার দিনে প্রথমবারের মতো অনুপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী।

সিনিয়র প্রসিকিউটর জেয়াদ আল মালুম অনুপস্থিতি কথা স্বীকার করে বলেন, মামলার আইনজীবী মোখলেছুর রহমান বাদলের দায়িত্ব ছিলো উপস্থিত থাকার, কিন্তু তিনি ছিলেন না।

নির্ধারিত সময়ে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদালতে আসন গ্রহণ করার সময় সাংবাদিক ছাড়া আদালত কক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো পক্ষের আইনজীবী না আসায় রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল-২।

হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে ফোরকান মল্লিকের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে চলতি বছরের ১৪ জুন রায় ঘোষণা অপেক্ষমান রাখে আদালত।

১৪ জুলাই ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকায় ফেরাকান মল্লিকের মামলায় আদেশের জন্য রাখা হয়।

ফোরকান মল্লিক এ মামলায় কারাগারে আটক রয়েছেন।