চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাঙ্গামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়ায় দুর্বৃত্তের গুলিতে হেমন্ত চাকমা নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে কিছু দূরে হেমন্ত কুমার চাকমা শুক্রবার রাতে তার আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যান। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তারা কয়েকজন বসে গল্প করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

এ সময় আশেপাশে থাকা অন্যান্যরা পালিয়ে গেলেও হেমন্ত চাকমা গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে আত্মীয় স্বজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি। পুলিশ লাশ উদ্ধারের জন্য রওনা হয়েছে।

তবে কারা এই ঘটনার সাথে জড়িত তা তিনি জানাতে পারেনি।

স্থানীয়রা আরও জানান, ইউপি সদস্য হেমন্ত চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য ছিলেন।

সম্প্রতি তিনি ইউপিডিএফ থেকে পদত্যাগ করেন এবং ইউপি সদস্য নির্বাচিত হন। তবে জুরাছড়ি উপজেলায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একক আধিপত্য রয়েছে।