চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৃত ডাক্তারের ঘরে ২ হাজারের বেশি ভ্রুণ!

যুক্তরাষ্ট্রে ডাঃ আলরিখ ক্লোফার নামে মৃত এক ডাক্তারের বাড়ির জিনিসপত্রে তল্লাশি চালিয়ে ২ হাজারের বেশি মেডিক্যালি সংরক্ষিত ভ্রুণ পাওয়া গেছে।

ডাক্তারের জিনিসপত্রে ওই ভ্রুণ পাওয়ার বিষয়টি ওই ডাক্তারের পরিবার এবং স্থানীয় প্রশাসনের অ্যাটর্নি  সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

উইল কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, মৃত চিকিৎসকের ইলিনয় সম্পত্তিতে ২২৪৬টি সংরক্ষিত ভ্রুণ পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিকাগো থেকে প্রায় ৪৫ মাইল বা ৭২ কিমি দূরে ইলিনয়ের উইল কাউন্টিতে ডাক্তারের বাড়িতে বৃহস্পতিবার ওইসব ভ্রুণ পাওয়া যায়।

ডাঃ আলরিখ ক্লোফার ৩ সেপ্টেম্বর মারা যান। ক্লোফার ইন্ডিয়ানার তিনটি ক্লিনিকে কয়েক দশক ধরে চিকিৎসক ছিলেন এবং তিনি নিয়মিত গর্ভপাত ঘটাতেন। একটি সময় তার প্রয়োজনীয় কাগজপত্রে সমস্যা এবং যুক্তিসঙ্গত কারণ দর্শাতে ব্যর্থতার কারণে ২০১৬ সালে রাজ্যের মেডিকেল বোর্ড তার ডাক্তারি লাইসেন্স বাতিল করে।

এনডিটিভি জানায়, ওই চিকিৎসক এক সময় তার ক্লিনিক নিজ বাড়িতে স্থানা্ন্তর করেছিলেন।

স্থানীয় প্রশাসন তার সম্পত্তির সঙ্গে সঙ্গে প্রাপ্ত ভ্রুণগুলো বাজেয়াপ্ত করেছে এবং এ বিষয়ে তদন্ত করছে।

স্থানীয় প্রশাসন কর্তৃক শুক্রবার জারি করা বিবৃতিতে বলা হয়, তার পরিবার এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করছে।